রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ , ২৬ শাওয়াল ১৪৪৫

খেলা

শিরোপা লড়াই থেকে ছিটকে গেল শাইনপুকুর

স্পোর্টস রিপোর্টার এপ্রিল ২৫, ২০২৪, ১৭:৪৩:৩৬

186
  • সেঞ্চুরির পর ফজলে রাব্বী। ছবি-ম্যাচের লাইভ ভিডিও থেকে নেয়া

শাইনপুকুর : ২৬৪/১০ (৪৬.১ ওভারে)

শেখ জামাল ধানমন্ডি : ২৬৫/৩ ( ৪৬.২ ওভারে)

ফল : শেখ জামাল ধানমন্ডি ৭ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : ফজলে রাব্বী (শেখ জামাল ধানমন্ডি)।

সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে শেখ জামাল ধানমন্ডিকে হারাতে পারলে শিরোপা রেসে থাকতে পারতো শাইনপুকুর। তবে গতবারের রানার্স আপ শেখ জামাল ধানমন্ডির শক্তি এবং অভিজ্ঞতার সাথে কুলিয়ে উঠতে পারেনি শাইনপুকুর।

বিকেএসপি- থ্রি-তে ২৮ বল হাতে রেখে ৭ উইকেটে শেখ জামাল ধানমন্ডি ক্লাব জিতে রানার্স আপের লড়াইয়ে টিকে আছে। 

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৫০ ওভার পার করতে পারেনি শাইনপুকুর। তাইবুর (৩/৩৮), জিয়াউর (২/১৬), রবিউল (২/৪৬) মেহেদীর (২/৫৬) বোলিংয়ে ৪৬.১ ওভারে ২৬৪ রানে অল আউট হয়েছে শাইনপুকুর।

ওপেনিং পার্টনারশিপের ৭৪ বলে ১২৩ রানে বড় স্কোরের আবহ দিয়েও শেষটা হয়নি প্রত্যাশিত। শেষ ৬ উইকেট হারিয়েছে শাইনপুকুর ৭৮ রানে। ওপেনার জিসান মাত্র ২ রানের জন্য লিস্ট 'এ' ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি মিস করেছেন (৬১ বলে ৮ চার, ৮ ছক্কায় ৯৮)। শাইনপুকুর অধিনায়ক আকবর আলী করেছেন ৮৩ বলে ৪ বাউন্ডারি, ৩ ছক্কায় ৬৪ রান।

জবাব দিতে এসে দ্বিতীয় উইকেট জুটির ১১১ এবং অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটির ৭০ বলে ৮৯ রানে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফজলে রাব্বী লিস্ট 'এ' ক্যারিয়ারে একাদশ সেঞ্চুরি উদযাপন করেছেন (১১৯ বলে ৬ চার, ৬ ছক্কায় ১০১*)। ওপেনার সাইফ হাসান করেছেন ৭৫ বলে ৮বাউন্ডারিতে ৬৭ রান। 

১৩ ম্যাচ শেষে উভয়ের সংগ্রহ ১৮ পয়েন্ট। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন